Image

বাংলাদেশ

এনসিপির পদযাত্রায় আ. লীগের লোকজন সামনের সারিতে ছিল : কেয়া

Image

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ৩:২৭ দুপুর

6
Shares

Image

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। আজ রবিবার (২৭ জুলাই) সকালে তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার কেয়া কালের কণ্ঠকে বলেন, ‘গত ২৩ জুলাই কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল। যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল। এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এ প্ল্যাটফরমে আমি থাকতে চাচ্ছি না। তিনি আরো বলেন, ‘গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার পর স্থানীয় নেতাদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেব।’ কেয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আসলে একটা জিনিস দেখলাম কি, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না কে বলল? আপনারা সবাই জানেন যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বরত কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage