Image

জাতীয়

গুলশানে চাঁদাবাজির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি

Image

অনলাইন সংস্করণ

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১:১৯ দুপুর

6
Shares

Image

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। গত শনিবার (২৭ জুলাই) রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন—আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. আমিনুল ইসলাম। ঘটনার নেতৃত্বে ছিলেন রিয়াদ।  তদন্ত সূত্র জানায়, এর আগেও ওই দলটি ২৬ জুলাই ওই বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেয়। পরদিন সন্ধ্যায় আরও ৪০ লাখ টাকা নিতে গেলে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। রিয়াদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারের পর তার অতীত রাজনৈতিক পরিচিতি, ছাত্র সংগঠনে সম্পৃক্ততা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। চাঁদাবাজির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে। পাশাপাশি, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage