Image

রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

Image

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ রাত

0
Shares

Image

হৃদযন্ত্রের ব্লক সারাতে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমিরকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গুলশানের ইউনাইডেট হাসপাতালে যান। সেখানে জামায়াত আমিরের সঙ্গে একান্তে কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।  আমিরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। সেই সঙ্গে তিনি এসংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন।  পিএস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাইপাস সার্জারির জন্য আমিরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage