রবিবার, ৩ আগস্ট ২০২৫, দুপুর ১০:০৫ সময়
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ৫:৫৮ বিকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ গন কেইস, বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা নেই। তারা অপ্রাসঙ্গিক। এখন নতুন বাংলাদেশ তৈরি হবে। ৫ আগস্ট দেশে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে।’ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘যারা আবারও পুরোনো কায়দায় দেশ শাসন করতে চায়, তাদের জনগণ সুযোগ দেবে না।’ সংস্কার ও বিআর পদ্ধতির কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, ‘সংস্কার কেউ কেউ বলেন চান না, কেউ সভায় ভাব দেখান। এই লোকদের মতলব আছে। পিআর পদ্ধতিতে ভোটকেন্দ্র দখল হবে না, ভোট কেনা যাবে না। কেউ কেউ বলেন, সংস্কারের নিশ্চয়তা সংসদে দেবেন। আপনারা কীভাবে বলবেন যে, আগামী সংসদে আপনারা জিতবেন। ইনশাআল্লাহ বাংলাদেশপন্থীরাই জিতবে। ইসলামপন্থীরা জিতবে।’ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, ‘জুলাই সনদের জন্য একটি আইনগত ভিত্তি তৈরি করতে হবে। যেখানে লিখিত থাকবে যে, আগামী নির্বাচনে যারা জিতবে, তারাই আগামীতে সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করবে।’ এর আগে দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। পরে দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটি আমির ডা. শফিকুর রহমান। তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার ২ পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানায়। দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম। জামায়াতের উদ্দেশ্য, বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। বিকেলে সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন দলের আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার শুরুতে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবার বক্তব্য শুরু করেন।