রবিবার, ৩ আগস্ট ২০২৫, দুপুর ১০:১১ সময়
অনলাইন সংস্করণ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ৯:০৬ রাত
রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। গুলশান থানা সূত্রে কালবেলা এসব তথ্য নিশ্চিত হয়েছে। গুলশান থানা সূত্র জানিয়েছে, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। কয়েকদিন আগে তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।