Image

আন্তর্জাতিক

অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে হুড়োহুড়ি

Image

অনলাইন সংস্করণ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:৩৭ দুপুর

5
Shares

Image

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন ধরে গেছে। যাত্রীদের আতঙ্কিত অবস্থায় জরুরি স্লাইড দিয়ে বের হয়ে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিমানটির নাম্বার ছিল ফ্লাইট ৩০২৩, যা একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। এতে মোট ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। আগুন ও ধোঁয়া দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার সময় পাঁচজন যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়, তবে তাদের কাউকে হাসপাতালে পাঠানো হয়নি। শুধু একজনকে গেটে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয়, তবে তর আঘাত ছিল সামান্য। অ্যামেরিকান এয়ারলাইন্স জানায়, বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়ার পর তা সেবার বাইরে রাখা হয়েছে এবং একটি বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংস্থাটি যাত্রীদের এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে এবং ফ্লাইট কর্মীদের পেশাদারত্বের প্রশংসা করেছে।  ঘটনাটি বর্তমানে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদন্তাধীন রয়েছে। এদিকে ওই ঘটনার পর স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ডেনভার বিমানবন্দরের আগত সকল ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হয়। প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়, তবে পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। সূত্র : ফক্স বিজনেস

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage