Image

আন্তর্জাতিক

‘অপারেশন সিদুঁর’ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন, রাজ্যসভায় তোলপাড়

Image

অনলাইন সংস্করণ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ৮:০৪ রাত

0
Shares

Image

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে প্রতিশোধমূলক অভিযান শুরু করে ভারত। সে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিদুঁর। নামকরণ নিয়ে সে সময়ই ব্যাপক আলোচনা হয়। আর এবার তো রিতিমতো ক্ষোভ ঝাড়লেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন। তিনি প্রশ্ন তুলেছেন অপারেশন সিদুঁরের নামকরণে নিয়ে। ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বুধবার রাজ্যসভায় বলেন, ‘যখন এত নারী বিধবা হলেন, তাদের মাথার সিদুঁর মুছে গেল, তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হলো অপারেশন সিদুঁর?’ এ দিন পেহেলগামে হামলা ও ‘অপারেশন সিদুঁর’-এর ওপর অনুষ্ঠিত রাজ্যসভা বিতর্কে জয়া বচ্চন বলেন, ‘সবকিছু যেন কল্পকাহিনির মতো লাগছে। কিছু মানুষ এলো, এতগুলো মানুষকে মেরে গেল, আর কিছুই হলো না! এটা বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন’। জয়া বচ্চন বলেন, ‘আপনারা বড় বড় লেখক নিয়োগ করেন, যারা মার্জিত, বাহারি নাম দেন। তাই বলে ‘সিদুঁর’ কেন? যারা নিহত হয়েছেন, তাদের স্ত্রীদের সিদুঁর তো মুছে গেছে... তারা তো সব হারিয়েছেন।’ মোদি সরকারকে কটাক্ষ করে প্রবীণ এই অভিনেত্রী বলেন, ‘পর্যটকরা বিশ্বাস করেই সেখানে গিয়েছিলেন। কারণ আপনারা অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে বুক চাপড়ে বলেছিলেন, সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে। কিন্তু হলো কী? মানুষের আস্থা, বিশ্বাস—সব ধ্বংস করে দিলেন। সেই পরিবারগুলো আপনাদের কোনোদিন ক্ষমা করবে না’।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage