Image

বিনোদন

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না : শবনম ফারিয়া

Image

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ৩:৪০ দুপুর

2
Shares

Image

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে। এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। অনিয়ম, নৈরাজ্যে কখনও কখনও ক্ষোভ প্রকাশও করতে দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে। রবিবার (২৭ জুলাই) মধ্যরাতে একটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রীকে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া।  পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’ ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কেউ লিখেছেন, ‘খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক যদি কিন্তু আছে, কারন বাংলাদেশে এমন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো খাবার মেন্যুতে আছে। ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রোমোট ও করছে। সে যাই হোক শুধুমাত্র এই কারনে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে, এ আমার বিশ্বাস ই হচ্ছে না।’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage