Image

বিনোদন

রাফি-তমার প্রেমে ভাঙন

Image

অনলাইন সংস্করণ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ৩:৫০ দুপুর

3
Shares

Image

কয়েক বছর ধরে ঢালিউডে গুঞ্জন চলছে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার মধ্যে প্রেম চলছে নীরবে। একসঙ্গে পারিবারিক অনুষ্ঠান, বিশেষ দিনে উপস্থিতি, সবকিছুতেই জমে উঠেছিল ভালোবাসার আভাস। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই সেই প্রেমে দেখা দেয় ফাটল। সে সময় এক সাক্ষাৎকারে রাফী বলেন, ‘সবটাই ছিল গুঞ্জন, আমরা শুধুই বন্ধু।’ কিন্তু সেই বন্ধুত্বও যে আর টিকে নেই, তা এবার পরিষ্কার জানিয়ে দিলেন তমা নিজেই। রাফীর সঙ্গে সম্পর্কে ছন্দপতন হয়েছে কি না এ বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই। তিনি আরও বলেন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে যেটাই বলা হোক বা না হোক, একসঙ্গে আড্ডা, দেখা বা কথাবার্তা—এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি—এটাই সবচেয়ে ভালো। একই জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে, কথাও হতে পারে, আড্ডাও হতে পারে। এদিকে গত বছর অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্‌যাপন করো।’ রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’ যদিও সেসবই এখন কেবলই অতীত।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage