Image

খেলা

আলোচনায় আসতে জাভিকে নিয়ে মিথ্যাচার করেছে ভারত!

Image

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ৯:৫৪ সকাল

0
Shares

Image

শুক্রবার সারাদিন নেট দুনিয়া উত্তাল ছিল ভারতীয় ফুটবল নিয়ে। বার্সেলোনা ও স্পেনের কিংব্দন্তি ফুটবলার ও কোচ নাকি আবেদন করেছেন ভারতের কোচ হতে, এমন গুঞ্জন শোনা যায় চারদিকে। ভারত আবার নাকি জাভিকে রিজেক্টও করে দিয়েছে এমনটাই জানায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকাতা। যদিও জানা গেছে, পুরো ব্যাপারটাই আসলে ভুয়া। জাভি মূলত আবেদনই করেননি। ফুটবল একের পর এক ব্যর্থতা ঢাকতেই কি এমন কান্ড ঘটালো ভারত! বাংলাদেশে একের পর এক প্রবাসী ফুটবলার এসে ফুটবলের অগ্রগতি ঘটাচ্ছে। এশিয়ার অনান্য দেশও যখন এগিয়ে যাচ্ছে, সেখানে বারবার পিছিয়ে পড়ছে ভারত। তাদের ফুটবল নিয়ে আলোচনা হয়না তেমন। তাই হয়ত শিরোনামে আসতে এমন নেগেটিভ পন্থা বেছে নিলো ভারত। মেসি, ইনিয়েস্তাদের সাথে একটা সময় মাঠ মাতিয়েছেন জাভি। জিতেছেন ইউরো, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব শিরোপা। পরে নাম লেখান কোচিংয়ে। কাতারের লিগে নিজেকে প্রমানিত করে দায়িত্ব নেন বার্সেলোনার ডাগআউট সামলানোর। বার্সাকে জিতিয়েছেন লা-লিগা সহ একাধিক ট্রফি। এই মুহুর্তে ফ্রিই আছেন জাভি। এদিকে ভারতও খুজছে নতুন কোচ। সম্প্রতি জাভি আবার ঘুরে গেছে ভারতে তাইতো হুট করেই এসেছে এমন গুঞ্জন। ভারতের পক্ষ থেকে জানানো হয়, জাভি মেইল করে আবেদন করেছেন। অথচ মেইলে নাকি নেই যোগাযোগ করার মত কোন নম্বর বা ঠিকানা। ভারত নাকি শেষ অবধি তাকে রিজেক্ট করেছে তার উচ্চ বেতন দিতে পারবে না বলে। এদিকে এই খবর ফুটবল পাড়ায় আলোড়ন তুললে, স্পানিশ গণমাধ্যম ও জাভির ঘনিষ্ঠরা ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করে। পরে জানা গেছে, এমন কোন কিছুই ঘটেনি। সম্পূর্ণ ব্যাপারটিই বানোয়াট। অনেকেই তাই মনে করছেন, ভারত জেনে বুঝেই এমন মিথ্যা গল্প ছড়িয়েছে। কেননা এতে একটা আলোড়ন পেতে পারে তাদের ফুটবল। কেউ কেউ মনে করছেন, এআইএফএফের মানবসম্পদ বিভাগকে কেও ফেক মেইল পাঠাতে পারে, জাভির নামে। যা হয়ত বুঝতে ভুল করেছে তারা। সে যাইহোক, জাভির নামটা অহেতুক ব্যবহার করে এখন লজ্জার মুখে ভারত।

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage