Image

খেলা

মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয় মায়ামির

Image

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:৩৪ দুপুর

3
Shares

Image

লিওনেল মেসির শেষ মুহূর্তের ম্যাজিকেই আটলাসের বিপক্ষে নাটকীয় জয় পেল ইন্টার মায়ামি। বুধবার রাতে লীগ কাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টাইন তারকার দুইটি অ্যাসিস্টে মায়ামি ২-১ ব্যবধানে হারিয়েছে মেক্সিকান ক্লাবটিকে। দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলেন। তবে আলো কেড়েছেন মেসি ও তেলাস্কো সেগোভিয়া। ম্যাচের ৯৬তম মিনিটে মার্সেলো ওয়েইগান্দকে দুর্দান্ত পাস দিয়ে জয়সূচক গোল করান মেসি। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা হয়। ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। ৫৮তম মিনিটে সার্জিও বুসকেটসের থ্রু বল পেয়ে মেসি বল বাড়িয়ে দেন টেলাস্কো সেগোভিয়াকে। সহজেই বল জালে পাঠান সেগোভিয়া।  ৮০তম মিনিটে মায়ামির রক্ষণভাগের ভুলে সমতা ফেরে আটলাস। তখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে। তবে যোগ করা সময়ে দুর্দান্ত এক বিল্ড-আপের পর মেসির পাস থেকে মার্সেলো ওয়েইগান্ট গোল করে নিশ্চিত করেন মিয়ামির রোমাঞ্চকর জয়। জুলাই মাসেই এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে তিনি ৮ গোল করে মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage