Image

খেলা

ব্রাজিলিয়ান তারকার জন্য রেকর্ড ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব!

Image

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ৩:৪৭ দুপুর

8
Shares

Image

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোকে ঘিরে গ্রীষ্মকালীন দলবদলে বড়সড় চমক আসতে চলেছে। স্প্যানিশ দলবদল গণমাধ্যম ফিচাখেস-এর প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ জায়ান্ট লিভারপুল তাকে দলে টানতে প্রস্তুত করছে ১২০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব। ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে টেনেছে লিভারপুল। তবে নতুন ম্যানেজমেন্টের অধীনে তারা সামনে তাকাচ্ছে আরো বড় পরিকল্পনার দিকে। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবেই দেখা হচ্ছে ২৪ বছর বয়সী রদ্রিগোকে। রিয়াল মাদ্রিদে নিয়মিত সুযোগ পেলেও, কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিকের আগমনের পর রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে লিভারপুল তাকে দলে টানার উদ্যোগ নিচ্ছে। ক্লাবটি বিশ্বাস করে, রদ্রিগোর গতি, ড্রিবলিং, গোল করার দক্ষতা এবং বহুমুখী খেলোয়াড়ী চরিত্র তাদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে।  সূত্র মতে, রদ্রিগোর জন্য লিভারপুল যে পরিমাণ অর্থ প্রস্তাব করতে যাচ্ছে, তা তাকে ক্লাব ইতিহাসে অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করবে। নতুন কোচিং স্টাফের অধীনে তাকে ভবিষ্যতের মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও জানা গেছে, উপযুক্ত প্রস্তাব এলে তারা বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারে। যদিও রদ্রিগোকে ক্লাবটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে দেখে, তবে বিশাল অঙ্কের ফি ভবিষ্যতের পরিকল্পনায় সাহায্য করতে পারে তাদের। রদ্রিগো এ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ট্রান্সফার মার্কেটে তার নাম ঘিরে জল্পনা-কল্পনা বাড়ছেই। বিশেষ করে প্রিমিয়ার লিগ থেকে আগ্রহ বাড়তে থাকায়, সামনে রদ্রিগোকে ঘিরে হতে পারে বড়সড় চমক। যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে এটি শুধু লিভারপুল নয়, ইউরোপিয়ান ফুটবলের সাম্প্রতিক ইতিহাসেও অন্যতম আলোচিত ট্রান্সফার হয়ে উঠতে পারে। 

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage