রবিবার, ৩ আগস্ট ২০২৫, দুপুর ১০:০৫ সময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০১ দুপুর
ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অ-২১ দলের খেলোয়াড় কিউবা মিচেল। তিনি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে নিবন্ধিত হয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন। বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে রেজিস্ট্রেশন করিয়েছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে আশা করি।’ কিউবা মিচেল ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে ছিলেন। বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপের বড় ক্লাবগুলো ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে।