Image

খেলা

ম্যানসিটি ছাড়ার পর ১৫ বছর বিশ্রামের ইঙ্গিত গার্দিওলার!

Image

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০৪ দুপুর

3
Shares

Image

ম্যানচেস্টার সিটির সফলতম কোচ পেপ গার্দিওলা আবারও জানিয়ে দিলেন—এই অধ্যায়ের পর তিনি কোচিং থেকে বিরতি নেবেন। শুধু তাই নয়, সেই বিরতি হতে পারে এক বছরেরও বেশি, এমনকি ১৫ বছর পর্যন্ত দীর্ঘ। ৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচ ২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর থেকে জিতেছেন ১৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ। যদিও ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি ছিল ট্রফিশূন্য—গার্দিওলার অধীনে যা প্রথমবার।  সম্প্রতি জিকিউ স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, > ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার এই অধ্যায় শেষ হলেই আমি বিরতি নেব, এটা একরকম > নিশ্চিতই। কত বছর, জানি না—এক বছর, দুই, পাঁচ বা পনেরো। তবে আমি থামব, নিজেকে সময় > দেব। শরীর, মন—সব কিছুকে নিয়ে নতুন করে ভাবতে চাই। গার্দিওলা আরও বলেন, ‘এই মৌসুমে আমি প্রায় প্রতিটি অ্যাওয়ে স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের কাছ থেকে শুনেছি—‘তোমাকে বরখাস্ত করা হবে কাল সকালে।’ এমন পেশা আর কোথায় আছে যেখানে হাজার হাজার মানুষ চায় আপনি চাকরি হারান?’ গত মৌসুমে সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগেই ছিটকে পড়ে, লিগ শেষ করে তৃতীয় স্থানে এবং এফএ কাপ ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে পারেনি। তবে গার্দিওলার মতে, মৌসুমটি পুরোপুরি ব্যর্থ নয়। ‘আমরা যদি পেছনে তাকাই, দেখব ব্যাপারটা অতটা খারাপ হয়নি। হ্যাঁ, অনেক ম্যাচ জিততে পারিনি, টানা ১৩-১৪ ম্যাচ জয়হীন ছিলাম। কিন্তু এটা আমাদের বাস্তবতা দেখিয়েছে। তাতে আমরা আরও শক্ত হয়ে ফিরে আসব।’ গার্দিওলা বিশ্বাস করেন, এই ধাক্কা ভবিষ্যতের জন্য ভালোই হবে সিটির: ‘সাফল্য মানুষকে বিভ্রান্ত করে। আমাদের এত বছর সেটা হয়নি, কিন্তু এবার হয়েছে। তাই আমি মনে করি, এটা আমাদের আগামী পাঁচ-দশ বছরের জন্য ইতিবাচক একটি শিক্ষা।’ ২০২৭ সালে গার্দিওলার বর্তমান চুক্তি শেষ হবে। এরপর কী করবেন—তা নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি, তবে নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকেই এখন অগ্রাধিকার দিতে চান। ম্যানচেস্টার সিটি নতুন মৌসুম শুরু করবে আগস্ট ১৬ তারিখে, উলভারহ্যাম্পটনের বিপক্ষে। গার্দিওলার ভাষায়,“এবার আমরা আরও ভালো করব। প্রস্তুত থাকুন।”

সুত্র: আরটিভি

বাংলাদেশ
আরটিভি
জাতীয়
রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সারজিস আলম
ডিজিটাল প্রযুক্তি
শ্লীলতাহানি
আওয়ামী লীগ
সমন্বয়ক
শীর্ষ খবর
Image

আরো খবর

ImageImage